OUR RECOVERY OPERATIONS
OPERATION 1: 04 FEBRUARY 2018
একজন “হিমু"র Suzuki Gixxer
০৪/০২/২০১৮, রবিবার সকাল ১০:০০ টা। আমাদের গ্রাহক জনাব শাওন সাগর হিমু প্রথম বুঝতে পারলেন তার শখের Suzuki Gixxer (ঢাকা মেট্রো-ল-২৪-৪২৮২) বাইক টি তার মনিপুর, মিরপুর-২ বাসার গ্যারেজ এ নাই!! সাথে সাথেই তিনি জানালেন Falcons™ GPS Tracking কাস্টমার কেয়ার সেন্টারে।
বিস্তারিত পড়ুন
OPERATION 2: 27 MARCH 2018
Dauduzzaman Tarek ভাই এর বাইক উদ্ধার অভিযান.
আমাদের গ্রাহক জনাব দাউদুজ্জামান তারেক এর রিভিউ পোস্ট থেকে সংগৃহিত:
"Falcons™ GPS Tracking কে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আমি চিরকৃতজ্ঞ। গত ২৭/০৩/২০১৮ তারিখ সকাল ৯ টার দিকে আমার FZ-S V2 DHAKA METRO LA-14-8646 বাইকটি বিজয় নগড় থেকে চুরি হয়ে যায়। অফিসের নিচে এসে দেখি আমার বাইকটি নেই।
বিস্তারিত পড়ুন
OPERATION 3: 04 MAY 2018
ডাকাতির শিকার মিজান ভাই
০৪ মে ২০১৮ ভোর ০৪:৪৫ টা। অনেকটা অনাকাঙ্ক্ষিত ভাবেই বেজে ওঠে Falcons™ Customer Care এর ফোন। অপর প্রান্তে আমাদের গ্রাহক জনাব মিজানুর রহমান এর আতংকিত কণ্ঠস্বর। জানালেন তাঁর মার্চ মাসে ক্রয়কৃত এবং একই সময়ে Falcons™ GPS Tracking System install করা Axio Fielder ঢাকা মেট্রো-গ-৩২-৩৯১৯।
বিস্তারিত পড়ুন
OPERATION 4: 05 AUGUST 2019
সাজ্জাদ হোসেন জোবায়েদ ভাই SUZUKI GIXER উদ্ধার অভিযান
গত ০৪ জুলাই ২০১৯ তারিখে সাজ্জাদ হোসেন জোবায়েদ ভাই তাঁর খুব শখের SUZUKI GIXER - ঢাকা মেট্রো ল-৩৭-০২৬১ বাইকে Falcons™ GPS Tracking System ইন্সটল করেন। তারা ৭ বন্ধু ৭টি বাইকেই ইন্সটল করে নেন আমাদের GPS Tracking System।
বিস্তারিত পড়ুন
OPERATION 5: 12 MARCH 2020
ঢাকা মেট্রো ল-৩৭-৪০২৯ 🆂🆄🆉🆄🅺🅸 🅶🅸🆇🆇🅴🆁 উদ্ধার অভিযান
১২ মার্চ ২০২০ সকাল ০৯:৪৫। আমাদের গ্রাহক জনাব শামীম আশরাফ আব্দুল্লাহ ভাইয়ের ফোন। বিশেষ কাজে তখন তিনি রংপুরে অবস্থান করছিলেন। জানালেন সকাল ০৫:৪৫ মিনিটে বকশিবাজার ঢাকার বাসা থেকে তাঁর ঢাকা মেট্রো ল-৩৭-৪০২৯ SUZUKI GIXXER বাইকটি চুরি হয়ে গেছে।
বিস্তারিত পড়ুন
OPERATION 6: 21 MARCH 2020
২১/০৩/২০২০ - ঢাকা মেট্রো খ-১২-৫৪১৬ 🆃🅾🆈🅾🆃🅰 🅿🆁🅾🅱🅾🆇 উদ্ধার অভিযান
২১ মার্চ ২০২০ সকাল ১০:৪৫। আমাদের গ্রাহক জনাব আরমান ভাই সরাসরি ফোন করলেন Falcons™ Recovery Team এর হট লাইন নাম্বারে। জানালেন তার ঢাকা মেট্রো খ-১২-৫৪১৬ TOYOTA PROBOX গাড়িটি শাহবাগের বাসায় নেই। চুরি যাওয়া গাড়ির জন্য খুব স্বাভাবিক ভাবেই চিন্তিত আরমান ভাই জানালেন তিনি নিজেই বের হচ্ছেন উদ্ধারের জন্য।
বিস্তারিত পড়ুন
OPERATION 7: 16 AUGUST 2022
ঢাকা মেট্রো-গ-২১-০৬২২ উদ্ধার অভিযান
গত ১৬ আগস্ট ২০১৬ তারিখে আমাদের সম্মানিত গ্রাহক জনাব আরেফিন আরিফ ভাই এর ঢাকা মেট্রো-গ-২১-০৬২২ গাড়িটি তাঁর রাজবাড়ি, খানখানাপাড়ার বাসা থেকে ভোর ০১:৫৭ মিনিটে চুরি হয়ে যায়। Falcons™ Recovery Team, শিবপুর থানা পুলিশ ও রাজবাড়ি সদর থানা পুলিশের যৌথ অভিযানে একই দিন সন্ধ্যা ০৬:৩০ মিনিটে পুটিয়া বাজার, শিবপুর, নরসিংদী থেকে গাড়টি উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় গাড়ি চোর দলের একজনকে। আলহামদুলিল্লাহ। গেছে।
বিস্তারিত পড়ুন